ঠাকুরগাঁওয়ে সদর থানার ওসি শহিদুর রহমান স্ট্যান্ড রিলিজ, স্ট্যাটাসে তোলপাড়

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান।
স্ট্যান্ড রিলিজের পর ওসি শহিদুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন, যা ঘিরে তোলপাড় শুরু হয়েছে। স্ট্যাটাসে তিনি লেখেন,
“মিথ্যা গল্প সাজিয়ে লাভ নেই, উপকার আমারই হবে। প্রতিটি গল্পই এক একটা সাক্ষী। বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।”
এই স্ট্যাটাস ঘিরে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য হিসেবে দেখছেন।
এর আগে সদর থানার ওসির বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠেছিল, যা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। স্থানীয় জনগণ মনে করছেন, এসব অভিযোগের প্রেক্ষিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে ঠাকুরগাঁও সফরে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন,
“একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে, সেটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত। জনগণের প্রশ্নের উত্তর তাদের জানার অধিকার আছে।”
এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো কারণ জানানো না হলেও, ওসি শহিদুর রহমানের হঠাৎ স্ট্যান্ড রিলিজ ও পরবর্তী স্ট্যাটাস নিয়ে সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।