ক্রিমিয়া ইস্যুতে মার্কিন নীতিতে পরিবর্তনের ইঙ্গিত

ক্রিমিয়া ইস্যুতে মার্কিন নীতিতে পরিবর্তনের ইঙ্গিত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ অবসানের প্রস্তাবনার অংশ হিসেবে ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিতে প্রস্তুত বলে মার্কিন সূত্রে জানা গেছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গত শুক্রবার এ সংক্রান্ত আলোচনার রূপরেখা প্রকাশ করেছেন। ২০১৪ সাল থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা এই উপদ্বীপের মর্যাদা নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নীতিগত পরিবর্তন আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।

প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় বর্তমান যুদ্ধরেখা বরাবর যুদ্ধবিরতি কার্যকর করারও প্রস্তাব রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। গত বৃহস্পতিবার প্যারিসে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের প্রতিনিধিদের সাথে এ সংক্রান্ত আলোচনা করেছেন মার্কিন প্রতিনিধিরা। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার সমকক্ষ সের্গেই লাভরভের মধ্যেও এ নিয়ে টেলিফোনিক আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখলের পর থেকে পশ্চিমা বিশ্ব এর বৈধতা অস্বীকার করে আসছিল। ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়াও রাশিয়ার সাথে সংযুক্ত হয়। মার্কিন প্রস্তাবে এই অঞ্চলগুলোর মর্যাদা নিয়েও পুনর্বিবেচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে ইউক্রেন সরকার এখন পর্যন্ত এই প্রতিবেদন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

বিশ্লেষকদের মতে, ক্রিমিয়ার মর্যাদা নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নীতিগত পরিবর্তন ইউক্রেন যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। তবে এই প্রস্তাব চূড়ান্তভাবে গৃহীত হলে তা ইউক্রেন-রাশিয়া সংকটের একটি রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত করবে বলে মনে করা হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ