এপ্রিলেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

এপ্রিলেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চলতি বছরের এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গত মার্চ মাসে নির্ধারিত দামই এ মাসে প্রযোজ্য হবে। আজ সোমবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম জানুয়ারির তুলনায় প্রতি লিটারে এক টাকা বেড়েছিল। তবে এপ্রিলে দাম আর বাড়ানো হয়নি।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারণ করা হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের এপ্রিল মাসের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

১ এপ্রিল থেকে কার্যকর হবে নতুন মূল্যহার। এ মাসে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটারে ১০৫.০০ টাকা, কেরোসিনের দামও প্রতি লিটারে ১০৫.০০ টাকা, অকটেনের দাম ১২৬.০০ টাকা এবং পেট্রলের দাম ১২২.০০ টাকায় অপরিবর্তিত থাকছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী এ মাসে দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভোক্তাদের স্বার্থ রক্ষার লক্ষ্যে। এর ফলে জ্বালানি তেলের দামের স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

এ ধরনের পদক্ষেপ জ্বালানি তেলের দাম নির্ধারণে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে সহায়ক হবে বলে মন্ত্রণালয় মনে করে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ