ভয়াবহ ভূমিকম্পে নবজাতকদের রক্ষা করলেন দুই সাহসী নার্স
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মিয়ানমারে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,৬০০ ছাড়িয়েছে। দেশটির ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কম্পন অনুভূত হয়েছে চীন, ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড ও ভিয়েতনামেও।
শুক্রবারের ভূমিকম্প চীনের ইউনান প্রদেশেও অনুভূত হয়। সেখানকার এক হাসপাতালের প্রসূতি বিভাগে ঘটে যায় হৃদয়স্পর্শী এক ঘটনা। কম্পনের মধ্যে হাসপাতালের দুই নার্স জীবন বাজি রেখে নবজাতকদের রক্ষা করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভূমিকম্পের তীব্র কম্পনে প্রসূতি ওয়ার্ডের ক্র্যাডলগুলো (শিশুশয্যা) ঘরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে গড়িয়ে যাচ্ছিল। পানির ফিল্টার উল্টে মেঝে পানিতে ভরে যায়। এমন পরিস্থিতিতে এক নার্স নবজাতককে কোলে নিয়ে হামাগুড়ি দিয়ে অন্য একটি ক্র্যাডল ধরে ফেলেন। এরপর আরেকটি ক্র্যাডল গড়িয়ে গেলে সেটিও কোনও মতে আটকে দেন।
একই সময় আরেক নার্স দুই হাতে প্রাণপণে আরও দুটি ক্র্যাডল আগলে রাখেন, যাতে নবজাতকরা আঘাত না পায়। কম্পন থামার পরই শিশুদের শয্যা স্থির হয়।
এই সাহসী দুই নার্সের কাজের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাদের আত্মত্যাগ ও দ্রুত প্রতিক্রিয়ার জন্য অনেকে প্রশংসায় ভাসিয়েছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।