ডিএমপির ট্রাফিক-মতিঝিলে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান

ডিএমপির ট্রাফিক-মতিঝিলে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

যানজট নিরসনে ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে রাজধানীর অতীশ দীপঙ্কর রোডে অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-মতিঝিল বিভাগ।

আজ সোমবার (২৪ মার্চ ) সকাল দশ ঘটিকা হতে  সাড়ে বারো ঘটিকা পর্যন্ত ট্রাফিক-মতিঝিল বিভাগের আওতাধীন সবুজবাগ জোনের অতীশ দীপঙ্কর রোডে এ অভিযান পরিচালনা করা হয়।

ট্রাফিক-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে অতীশ দীপঙ্কর রোডে অবৈধভাবে  পার্কিং করে রাখা আইসিডির ট্রাক, কাভার্ড ভ্যান ও লং ভেহিক্যাল অপসারণ করা হয়। তাছাড়া অবৈধ পার্কিংয়ের কারণে বিভিন্ন অংকের আর্থিক জরিমানা করা হয়। অভিযানে রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং না করার বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত বিশেষ অভিযানে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান, ট্রাফিক-মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শইমী ইমতিয়াজ, ট্রাফিক-সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আক্কাছ আলী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধিগণ, আইসিডি মালিক সমিতি ও ইউনিয়নের প্রতিনিধিগণসহ মতিঝিল ক্রাইম বিভাগের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ