মার্চের প্রথম ১৯ দিনেই ২২৫ কোটি ডলার রেমিট্যান্স, নতুন রেকর্ডের পথে বাংলাদেশ

মার্চের প্রথম ১৯ দিনেই ২২৫ কোটি ডলার রেমিট্যান্স, নতুন রেকর্ডের পথে বাংলাদেশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মার্চ মাসের প্রথম ১৯ দিনে বাংলাদেশের ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ২২৫ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৮.৪ শতাংশ বেশি। এই হারে রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকলে মার্চ মাসে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীরা ব্যাপক হারে রেমিট্যান্স পাঠাচ্ছেন। গত বছর মার্চের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ডলার। এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।  

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ১৯ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৭৫ কোটি ডলার। গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১ হাজার ৬৩৪ কোটি ডলার। বর্তমান অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ গত বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেড়েছে।  

মার্চের প্রথম ১৫ দিনে দেশে ১৬৬ কোটি ডলার রেমিট্যান্স আসে। এরপর গত চার দিনে আরও ৫৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। শুধুমাত্র ১৯ মার্চেই রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৩ কোটি ২০ লাখ ডলার।  

রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে মার্চ মাস শেষে মোট রেমিট্যান্স ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এতে করে বাংলাদেশ রেমিট্যান্স অর্জনে নতুন মাইলফলক স্পর্শ করার পথে এগিয়ে যাচ্ছে।  

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ মাসিক হিসাবে সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স অর্জন করেছিল। এরপর দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে, যার পরিমাণ ছিল ২৫৪ কোটি ডলার। ঈদুল ফিতরকে সামনে রেখে মার্চ মাসে রেমিট্যান্সের এই রেকর্ড প্রবাহ বাংলাদেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ