জাবিতে নেত্রকোনা জেলা সমিতির সভাপতি আলিফ ,সাধারণ সম্পাদক অর্পণ
- Author, জাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতির গণস্বাক্ষরের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি আলিফ কাজী সাধারণ সম্পাদক রুবায়েত হাসান অর্পন দায়িত্ব পেয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন “নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতি”-এর বর্তমানে কোনো কার্যকর কমিটি না থাকায় চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সম্মতিতে গণস্বাক্ষরের মাধ্যমে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য একটি আংশিক নতুন কমিটি গঠন করা হয়।
সভাপতি হিসাবে ৫০তম আবর্তনের মার্কেটিং বিভাগের আলিফ কাজী এবং সাধারণ সম্পাদক হিসাবে ইতিহাস বিভাগের একই ব্যাচের রুবায়েত হাসান অর্পন এবং ফার্মেসি বিভাগের একই ব্যাচের রিফাত তালুকদার কে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
গণস্বাক্ষরিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেত্রকোনা জেলার শিক্ষার্থীরা উপরোক্ত তিন সদস্যবিশিষ্ট আংশিক কমিটিকে নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতি-এর বৈধ নেতৃত্ব হিসেবে স্বীকৃতি ও অনুমোদন প্রদান করছেন।
এছাড়াও,নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন,"আমি নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে খুবি আনন্দিত। নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতি আমার কাছে আবেগের জায়গা,সেই প্রথম বর্ষ থেকে জেলা সমিতির সাথে যুক্ত ছিলাম,জেলার মানুষদের জন্য কাজ করেছি। জেলা সমিতির সকল নেত্রজাবিয়ান সিনিয়র- জুনিয়রদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন দায়িত্ব পেয়েছি তাই জেলার সমিতির যাবতীয় কার্যাবলী যেন সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থী।"
নবনির্বাচিত সভাপতি বলেন,"আলহামদুলিল্লাহ, আমাকে নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতির এমন একটা গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্ব দেয়ায় আমি খুবই আনন্দিত। এতো বড় দ্বায়িত্ব সামলানো অনেক ঝুকিপূর্ণ , কিন্তু বিশ্বাস রাখি বন্ধুবান্ধব ও সিনিয়র জুনিয়রদের সহযোগিতা পেলে আমরা জেলা সমিতিকে ভালো কিছু উপহার দিতে পারবো। প্রত্যাশা থাকবে আমাদের জেলা সমিতির সাথে সংশ্লিষ্ট সকলে আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে যাতে করে আমাদের ক্যাম্পাসে নেত্রবন্ধনকে আরও জোরদার করতে পারি।"
এছাড়াও সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, এই আংশিক কমিটি ঘোষণার তারিখ থেকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রকাশ করতে বাধ্য থাকবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।