চবি ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের সময়সূচি প্রকাশ

চবি ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের সময়সূচি প্রকাশ
  • Author, চবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ ও ডাউনলোডের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ডেপুটি রেজিস্ট্রার (তথ্য-ফটোগ্রাফি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ‘২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি’-এর ৬ষ্ঠ সভার দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী ইউনিট ও উপ-ইউনিটভিত্তিক প্রবেশপত্র সংগ্রহের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ জানুয়ারি ২০২৬। এ ইউনিটের প্রবেশপত্র ২১ ডিসেম্বর ২০২৫ থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পর্যন্ত সংগ্রহ করা যাবে। D ইউনিটের পরীক্ষা ৩ জানুয়ারি ২০২৬, যার প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা ২২ ডিসেম্বর ২০২৫ থেকে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

D1 উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি ২০২৬। এ উপ-ইউনিটের প্রবেশপত্র ২৪ ডিসেম্বর ২০২৫ থেকে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পর্যন্ত ডাউনলোড করা যাবে। B1 উপ-ইউনিটের পরীক্ষা ৭ জানুয়ারি ২০২৬ এবং এর প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব পর্যন্ত।

B2 উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি ২০২৬। এ ক্ষেত্রে প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা ২৭ ডিসেম্বর ২০২৫ থেকে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পর্যন্ত। C ইউনিটের পরীক্ষা ৯ জানুয়ারি ২০২৬ এবং প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব পর্যন্ত।

এছাড়া B ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি ২০২৬। এই ইউনিটের প্রবেশপত্র ২৯ ডিসেম্বর ২০২৫ থেকে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পর্যন্ত সংগ্রহ করা যাবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ