মানবপাচার প্রতিরোধে দক্ষ আইনজীবী গড়তে চবি ও আইওএম-এর যৌথ উদ্যোগ

মানবপাচার প্রতিরোধে দক্ষ আইনজীবী গড়তে চবি ও আইওএম-এর যৌথ উদ্যোগ
  • Author, চবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

চবি তে বাংলাদেশে মানবপাচার প্রতিরোধ ও একটি শক্তিশালী আইনি কাঠামো গড়ে তুলতে আইন শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভুক্তভোগী-কেন্দ্রিক, ট্রমা-সচেতন এবং লিঙ্গ-সংবেদনশীল দৃষ্টিভঙ্গি সম্পন্ন আইনজীবী তৈরি করা এখন সময়ের দাবি।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত “এডুকেটিং ফর জাস্টিস: এমপাওয়ারিং ল’ গ্র্যাজুয়েটস টু ফাইট হিউম্যান ট্রাফিকিং” শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক অনুবিভাগ-১) মুঃ জসীম উদ্দিন খান বলেন, “একজন আইনজীবীর জন্য কেবল আইন জানা যথেষ্ট নয়। ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে বিশ্লেষণী ক্ষমতা, কারিগরি দক্ষতা এবং উচ্চতর নৈতিক মানদণ্ড থাকা অপরিহার্য। বিশেষ করে মানবপাচারের মতো অপরাধের ক্ষেত্রে তথ্য ও প্রমাণের সুপরিকল্পিত মূল্যায়ন অত্যন্ত জরুরি।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি আইন বিভাগের অধ্যাপক এ.বি.এম. আবু নোমান। তিনি শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জনের লক্ষ্যে স্নাতক পর্যায়ের পাঠ্যক্রমে মানবপাচার বিষয়ক আইন সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন।

উদ্বোধনী বক্তব্যে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. জাফর উল্লাহ তালুকদার এবং আইওএম-এর হেড অব প্রোটেকশন পূজা ভাল্লা বলেন, বিচার ব্যবস্থার সক্ষমতা বাড়াতে একাডেমিয়া ও মাঠপর্যায়ের অংশীজনদের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন।

সেমিনারে বর্তমান সময়ের ডিজিটাল মাধ্যমে শোষণের নতুন প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলামের সাথে এক ইন্টারঅ্যাকটিভ সেশনে শিক্ষার্থীরা মানবপাচার বিরোধী আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ, তদন্ত ও প্রমাণ সংগ্রহের সীমাবদ্ধতা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

সেমিনার শেষে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)-এর অর্থায়নে এবং আইওএম-এর সহায়তায় আইন অনুষদে একটি আইটি সরঞ্জাম সমৃদ্ধ বুক কর্নার উদ্বোধন করা হয়। এটি শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি গবেষণায় সহায়ক হবে। এছাড়া অনুষ্ঠানের অংশ হিসেবে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, আইওএম দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সেমিনার সিরিজ পরিচালনা করে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়গুলোতে মানবপাচার আইন মডিউল অন্তর্ভুক্ত করার প্রস্তুতি তৈরি করা এবং শিক্ষার্থীদের মানবাধিকার ও ফৌজদারি বিচার ব্যবস্থায় ক্যারিয়ার গড়তে উৎসাহিত করা।
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ