ডাকসুর উদ্যোগে ৬৫ বছর পর সংস্কার হচ্ছে ঢাবির কেন্দ্রীয় মসজিদ

ডাকসুর উদ্যোগে ৬৫ বছর পর সংস্কার হচ্ছে ঢাবির কেন্দ্রীয় মসজিদ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের অবকাঠামো, দেয়াল, ফ্যান, লাইটিং, সাউন্ড সিস্টেম সবকিছুই সেকেলে ও জরাজীর্ণ। অজুখানার অপর্যাপ্ততা, ওয়াশরুমের নোংরা অবস্থা সবকিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ দীর্ঘ কয়েক যুগ ধরে অবহেলার প্রতীক হয়ে আছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা সংস্কারের দাবি জানালেও কানে নেয়নি বিগত বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে এবার ৬৫ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংস্কারের কাজ শুরু হচ্ছে। মসজিদের দেয়ালে ড্যাম্পপ্রুফিং, রং, লাইটিং, সাউন্ডবক্স, কার্পেট, অজুখানা ও ওয়াশরুম সম্প্রসারণ, মেয়েদের মসজিদের সংস্কার ও সম্প্রসারণ এবং পুরো মসজিদে এসি স্থাপন করা হবে।
এছাড়া সংস্কার কাজের ক্ষেত্রে মেয়েদের মসজিদের সংস্কারকেও গুরুত্ব দিচ্ছে ডাকসু।

 এ বিষয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম জানান, ডাকসুর উদ্যোগে ৬৫ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সংস্কার কাজ শুরু হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে ওয়াশরুম ও অজুখানা সংস্কার, মসজিদে এসি স্থাপন এবং আলোকসজ্জার কাজ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। 

তিনি আরও বলেন, নারী শিক্ষার্থীদের নামাজের জায়গার সম্প্রসারণ ও নামাজের স্থানে যাওয়ার জন্য পৃথক রাস্তার ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তী ধাপে কেন্দ্রীয় মসজিদকে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় একটি সমন্বিত কালচারাল সেন্টারে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ