জাবিতে ছাত্রশক্তির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রামাণ্য চিত্র প্রদর্শন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় ছাত্রশক্তির আয়োজনে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনী অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক জামাল উদ্দীন রনু, ইতিহাস বিভাগের অধ্যাপক লুৎফর এলাহিসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রদর্শনী অনুষ্ঠানে জুলাই আন্দোলনে চোখ হারানো জাবি শিক্ষক অধ্যাপক লুৎফর এলাহি বলেন, বুদ্ধিজীবীদের পথচলা, দিক নির্দেশনা ও দৃষ্টান্তের ফলে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয় পরিমন্ডল থেকে দেশমাতৃকার জন্য সবকিছুর উর্ধে থেকে সকলের অবস্থান থেকে কাজ করলে আমাদের স্বাধীনতার জন্য বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, শহীদের আত্মত্যাগ এবং নতুন যে স্বপ্নদ্রষ্টা জুলাইয়ে শহীদ হওয়া আত্মাদের আত্মত্যাগ সার্থক হবে।
তিনি আরও বলেন, যখনই অন্যায়ের বিরুদ্ধে আবার কোন পেশি শক্তি হোক বা দেশের বুকে যখনই স্বেচ্ছাচারীর তৈরি তবে এই জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের পাশে আমি আগের মতো বারবার দাঁড়াবো।
প্রদর্শনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এই ঐতিহ্য প্রদর্শনীর জন্য আয়োজক শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শহীদ বুদ্ধিজীবী, শহীদ মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তিনি বলেন, এই দেশ গড়তে ধর্ম, মত, দল নির্বিশেষে যে ঐক্য ও ত্যাগ ছিল, স্বাধীনতার পর সেই চেতনার ঘাটতি আজও রয়ে গেছে, এটাই আমাদের বড় ব্যর্থতা। ব্যক্তিগত ক্ষতি ও শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও অন্যায়ের বিরুদ্ধে, স্বেচ্ছাচার ও নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে আমি সদা প্রস্তুত।
শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা অনুসরণ করে সবাই দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশ গঠনে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন অধ্যাপক রব।
এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, প্রামাণ্য চিত্রের মধ্য দিয়ে আমরা ১৯৭১ সালে ১৪ ডিসেম্বরের যে ভয়াবহ কালো রাত ছিল সেটা তুলে ধরেছি। আমরা এই চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে আমাদের একাত্তরকে তুলে ধরছি। আমাদের যে স্বাধীন সার্বভৌমের ইতিহাস সেটাকে তুলে ধরছি।
২৪শে জুলাই গণভুত্থান পরবর্তী বাংলাদেশে কোনভাবে আমরা ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী কেবলামুখী রাজনীতি আমরা কোনভাবে কায়েম হতে দিব না। আমরা জাতীয় ছাত্রশক্তি বাংলাদেশী রাজনীতি কায়েম করতে চাই। ১৯৭১ সাল যেটি আমাদের স্বাধীন স্বাধীনতার সর্বভৌম ইতিহাস সেই ১৯৭১ কে ধারণ করা এবং জুলাই গণঅভ্যুত্থান যেখানে আমরা ফ্যাসিস্ট ফ্যাসিস্টকে আমরা হটিয়ে ছিলাম এবং একটি নতুন বাংলাদেশের যে কামনা করেছিলাম। বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, আত্মদান এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মদান এবং জুলাই গণঅভুৎত্থানে শহীদের আত্মদানের ত্যাগের শিকার হয়েছে তাদের এই মর্যাদা অক্ষুন্ণ রাখার জন্য আমরা একটি সাম্য মানবিক মর্যাদা সম্পন্ন বাংলাদেশ গড়ে তুলার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন আয়ান।
এছাড়া অনুষ্ঠানটিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার সাবেক আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বলসহ জাবি শাখা ছাত্রশক্তির অন্যান্য সংগঠক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।