আবাসন বৃত্তিসহ ৩ দফা দাবিতে জবি আস সুন্নাহ হল শিক্ষার্থীদের ভিসি ভবন ব্লকেড

আবাসন বৃত্তিসহ ৩ দফা দাবিতে জবি আস সুন্নাহ হল শিক্ষার্থীদের ভিসি ভবন ব্লকেড
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আবাসন বৃত্তি নীতিমালার পুনর্বিন্যাস ও সংশোধন সহ ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি ভবন ব্লকেড করেছে আস সুন্নাহ মেধাবী প্রকল্পের শিক্ষার্থীরা।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে ভিসি ভবনে তালা ঝুলিয়ে এ কর্মসূচি পালন করছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী আন্দোলনকারীরা ভিসি ভবনের সামনে অবস্থান করছেন।

এসময় তারা 'হল না প্রকল্প, প্রকল্প প্রকল্প' আমাদের অধিকার আমাকে দাও, নইলে গদি ছাইড়া দেও' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এবিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ সেশনের বখতিয়ার ইসলাম বলেন, "এটি আমাদের পূর্বঘোষিত কর্মসূচি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। প্রশাসনকে বলবো দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নিন।"

তাদের দাবিগুলো হলো আস সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রজেক্ট’–এ অবস্থানরত শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীর ন্যায় আবাসন বৃত্তি নীতিমালায় অন্তর্ভুক্ত করা,আস সুন্নাহ হলে অবস্থান করা শিক্ষার্থীরা কেন বিশ্ববিদ্যালয়ের বৃত্তি থেকে বঞ্চিত হবে এর যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে, ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা ন্যায্য, যুক্তিসংগত এবং নিশ্চিতভাবে প্রয়োগ করতে হবে, আবাসন বৃত্তিকে ‘মেধাভিত্তিক’ না করে ‘প্রয়োজনভিত্তিক’ রাখার লক্ষ্যে সিলেকশন মানদণ্ডে আরোপিত ৭০% উপস্থিতি ও সিজিপিএ-নির্ভর শর্ত বাতিল করা ও রি-অ্যাডমিশন সংক্রান্ত শর্ত সম্পূর্ণরূপে বাতিল করা।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ