বিশেষ বৃত্তির দাবিতে আস সুন্নাহ হল শিক্ষার্থীদের ব্লকেড, ৯ ঘন্টা অবরুদ্ধ উপাচার্য-কোষাধ্যক্ষ

বিশেষ বৃত্তির দাবিতে আস সুন্নাহ হল শিক্ষার্থীদের  ব্লকেড, ৯ ঘন্টা অবরুদ্ধ উপাচার্য-কোষাধ্যক্ষ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিশেষ বৃত্তিতে অন্তর্ভুক্তির দাবিতে টানা ৯ ঘন্টা ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনের মূল ফটকে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রকল্প’-এর শিক্ষার্থীরা। এতে রাত ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য-কোষাধ্যক্ষসহ প্রশাসনিক ভবনের কর্মকর্তারা।

আজ সোমবার সকাল ১১টা থেকে  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। দাবি না মানা হলে অবরোধ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

আন্দোলনকারী শিক্ষার্থী হাসনাত হোসেন বলেন, আমরা ন্যায্য দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। অনেক শিক্ষার্থী ৫-৬ হাজার টাকা ভর্তুকি দিয়ে হলে থাকে। কেউ ৯-১০ হাজার টাকাও দেয়। ফলে বৃত্তি থেকে আমাদের কেন বাদ দেওয়া হবে?

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী বখতিয়ার ইসলাম বলেন, “আস সুন্নাহ হল কর্তৃপক্ষ বলেছেন- মেধাবী হলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নাই। আস সুন্নাহ হলকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল বিবেচনা না  করতে বলা হয়েছে। আমাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরে যাব না। দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে।”

শিক্ষার্থীদের তিন দফা দাবি- আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রকল্প’-এ অবস্থানরত শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের মতো আবাসন বৃত্তি নীতিমালার আওতায় অন্তর্ভুক্ত করা; আবাসন বৃত্তিকে ‘মেধাভিত্তিক’ না করে ‘প্রয়োজনভিত্তিক’ রাখার লক্ষ্যে নির্বাচনী মানদণ্ডে আরোপিত ৭০ শতাংশ উপস্থিতি ও সিজিপিএ-নির্ভর শর্ত বাতিল করা এবং রি-অ্যাডমিশন সংক্রান্ত শর্ত সম্পূর্ণভাবে বাতিল করা।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ