হাদি প্রসঙ্গে লেখা পোস্টের পর; হত্যার হুমকির অভিযোগ অনন্য মামুনের

হাদি প্রসঙ্গে লেখা পোস্টের পর; হত্যার হুমকির অভিযোগ অনন্য মামুনের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন হত্যার হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা দেওয়ার পর থেকেই তিনি এই হুমকির মুখে পড়ছেন বলে জানিয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি প্রকাশ করেন অনন্য মামুন। সেখানে তিনি উল্লেখ করেন, হাদি সম্পর্কে স্ট্যাটাস দেওয়ার পর থেকেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তবে তিনি জানান, এসব হুমকিতে তিনি আতঙ্কিত নন। তার ভাষ্য অনুযায়ী, হাদি তার কাছে ভালোবাসা ও সম্মানের প্রতীক, আর জীবন-মৃত্যু আল্লাহর নির্ধারিত।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির ওপর গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ