শহীদ বুদ্ধিজীবী দিবস

রায়েরবাজার বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি জবি সাংবাদিক সমিতির

রায়েরবাজার বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি জবি সাংবাদিক সমিতির
ছবির ক্যাপশান, রায়েরবাজার বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি জবি সাংবাদিক সমিতির
  • Author, মাহমুদুল হাসান মামুন, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে রায়েরবাজার বদ্ধভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সংগঠনটি। 

শহীদদের স্মরণ করে জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন বলেন, শুধু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেই কাজ সমাপ্ত করলে হবে না, রাজনীতিবিদদের দেশকে ভালোবেসে এগিয়ে নিতে হবে। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক দেশ গড়ে তুলতে হবে, যা ছিল শহীদদের স্বপ্ন। 

সংগঠনটির সভাপতি ইমরান হুসাইন বলেন, আমাদের দেশকে মেধা শুন্য করতে এই বর্বরতা চালানো হয়েছিল। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। দেশকে সুন্দর, গোছালো, দুর্নীতিমুক্ত করতে পারলে শহীদদের প্রকৃত ভাবে অনুসরণ করা হবে। 

এ সময় সমিতির সাংগঠনিক সম্পাদক মো. জুনায়েত শেখ, দপ্তর সম্পাদক সাকেরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোশফিকুর রহমান ইমন সহ সমিতির সদস্য মামুন, রজব, জান্নাতুল মাওয়া, সামিয়া জামান, লাবিব ও মোহন উপস্থিত ছিলেন।
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ