বাংলাদেশকে ধারণ করেই রাজনীতি করতে হবে : ডাকসু ভিপি
- Author, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন। বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশকে ধারণ করেই রাজনীতি করতে হবে।
রোববার(১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, বুদ্ধিজীবীরা এ জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা সব সময় জাতিকে সঠিক পথ দেখিয়েছেন। মহান মুক্তিযুদ্ধেও বুদ্ধিজীবীরা যেভাবে দিকনির্দেশনা দিয়েছেন, তার ওপর ভিত্তি করেই বাংলাদেশের মুক্তিকামী ছাত্র–জনতা রাজপথে নেমেছিল।
তিনি আরও বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে দেশের আজাদিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেই আজাদি থামেনি। আমরা একটি স্বাধীন ভূমি অর্জন করেছি।
ডাকসু ভিপি বলেন, আমাদের বুদ্ধিজীবীরা যেভাবে আজাদি ও মুক্তির স্বপ্ন দেখতেন, পরবর্তীতে দেশের বুদ্ধিজীবীদের সেই লেগেসি ধরে রাখার কথা ছিল। কিন্তু আমরা দেখেছি, কিছু বুদ্ধিজীবী ফ্যাসিবাদের উদ্দেশ্য সাধনে ভূমিকা রেখেছে। তারা খুনি হাসিনাকে গুম, খুন ও আয়নাঘরের মতো কর্মকাণ্ডে সহায়তা করেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।