ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে চবিতে ছাত্রদল ও ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে চবিতে ছাত্রদল ও ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে হত্যা চেষ্টা করার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে চবি শাখা ছাত্রদল ও ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর (জিরো পয়েন্ট)ও আইন অনুসদ সংলগ্ন  দুই নম্বার গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি স্মরণ চত্বর হতে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল, শাহ আমানত , শহীদ সোহরাওয়ার্দী ও আলাওল হল প্রদক্ষিণ করে দুই নম্বর গেটে এসে উপস্থিত হয়।

মিছিলে  তারা “হাদী ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে; গুপ্তলীগের  আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, বিচার বিচার বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।


 চাকসুর ও  শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস)  আয়ুবুর রহমান তৌফিক বলেন, “পাঁচ আগস্টের পরবর্তী সময় নিয়ে আমাদের আকাঙ্ক্ষা ছিলো। তবে তফসিল ঘোষণার পরদিনই আমরা গুলি হামলা দেখতে পেয়েছি। আমরা মনে করি এই নির্বাচন ব্যবস্থাকে বানচাল করা যাবে না। প্রত্যেকটি নির্বাচনী প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গুলিবর্ষণের যে পাঁয়তারা হচ্ছে, সেটা নির্বাচন বানচালেরই প্রচেষ্টা। আমরা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে একটি সুন্দর বাংলাদেশ পাবো ইনশাআল্লাহ।”

শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও চাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন  “গতকাল তফসিল ঘোষণার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দলের নৈতিকভাবে পরাজয় হয়েছে। যারা বলেছে স্থানীয় নির্বাচন বাদে সংস্কার নির্বাচন হতে দেওয়া যাবে না, যারা বলেছে-পিআর ছাড়া জাতীয় নির্বাচন হওয়া যাবে না তাদের সব ষড়যন্ত্র ধূলিসাৎ হয়েছে। আমরা মনে করি, এটি তাদেরই নীলনকশা। আমাদের যে ১৭ বছরের সংগ্রাম, জনগণের অধিকার আদায়ের যে সংগ্রাম সেটা আমরা ধূলিসাৎ হতে দেব না।”

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহাসিন বলেন "একজন আমাদের নেতৃবৃন্দকে ঢাকা ছাড়া করবেন বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন,আমাদের নেতাকর্মীদের নাকি দেশ ছাড়া করবেন । আমি আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাবে বলছি  আমরা অনেক সহ্য করেছি  আমরা একটু গনতান্ত্রিক বাংলাদেশের জন্য  গত ১৭ বছর আমাদের অনেক সহযোদ্ধা কে হারিয়েছি আমাদের জীবনের সোনালী সময়গুলো কে বিসর্জন দিয়েছি ,আজকে যারা ১৭ বছর আরাম আয়েশে ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল তারা আজ আমাদেরকে শহর ছাড়ার কথা বলে ।তাদেরকে স্পষ্ট ভাবে বলতে চাই  ঘুমন্ত বাঘকে জাগ্রত করবেন না , সে বাঘ বাঘের থাবা দিয়ে প্রতিহত করবে আপনাদের ।" 
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ