জার্মান সেনাবাহিনীতে তীব্র সৈন্য সংকট

প্রতিরক্ষা বাহিনী মুখোমুখি চ্যালেঞ্জ
জার্মান সেনাবাহিনীতে তীব্র সৈন্য সংকট
ছবির ক্যাপশান, ছবি সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জার্মান সরকার সামরিক বাহিনীর প্রসার চাইলেও বুন্ডেসভেয়ারে চলছে তীব্র সেনা সংকট। সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, জার্মান সশস্ত্র বাহিনীর নিম্নস্তরের র‍্যাংকগুলোর প্রায় ২৮ শতাংশ পদ এখনও শূন্য। ২০২৪ সালের শেষ নাগাদ পদোন্নতির সময়ও প্রায় ২০ শতাংশ পদ খালি থাকার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে উচ্চস্তরের র‍্যাংকগুলোর অবস্থা তুলনামূলকভাবে ভালো।

এই সংকট মোকাবিলায় জার্মানির প্রতিরক্ষা কমিশনার এফা হ্যোগল একটি নতুন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন। বর্তমানে জার্মান সশস্ত্র বাহিনীতে মোট সৈন্যের সংখ্যা এক লাখ ৮১ হাজার। তবে এই সংখ্যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০১১ সালে স্থগিত হওয়া পুরুষদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ পুনরায় চালুর দাবি উঠেছে অনেক মহল থেকে। কিন্তু কমিশনার হ্যোগল এ বিষয়ে সতর্কতা প্রকাশ করে বলেছেন, শুধু বাধ্যতামূলক প্রশিক্ষণ পুনর্বহাল করলেই সমস্যার সমাধান হবে না। বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে বুন্ডেসভেয়ারের পক্ষে এই ধরনের প্রশিক্ষণ পরিচালনা করা একটু বেশিই চ্যালেঞ্জিং। আমাদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং প্রশিক্ষকের অভাব রয়েছে।”

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে জার্মানি ব্যাপক পুনঃসশস্ত্রীকরণের প্রক্রিয়া শুরু করেছে। এছাড়া, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির কূটনৈতিক সম্পর্কে টানাপড়েনের কারণে বার্লিনের প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আনা আরও জরুরি হয়ে উঠেছে।

রাজনৈতিক অঙ্গনে চলছে জোরালো আলোচনা। রক্ষণশীল সিডিইউ/সিএসইউ জোট এবং বামপন্থি এসপিডি জার্মানির পরবর্তী সরকার গঠন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই জোট দেশটির অর্থনৈতিক সংস্কার, পরিকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা খাতের আধুনিকীকরণের দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

জার্মানির সামরিক বাহিনীর এই সংকট কাটিয়ে উঠতে কী ধরনের কৌশল গ্রহণ করা হয়, তা এখন সবার নজরে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে জার্মানির প্রতিরক্ষা ব্যবস্থা আরও চাপের মুখে পড়তে পারে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ