জি৭-এর বিকল্প হিসেবে রাশিয়াকে নিয়ে 'সি৫' জোট গড়ার পথে যুক্তরাষ্ট্র
- Author, জাগরণ নিউজ ডেস্ক
- Role, জাগরণ নিউজ বাংলা
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্তৃক শিল্পোন্নত সাতটি দেশের গোষ্ঠী জি৭ (G7)-এর বিকল্প হিসেবে রাশিয়াকে নিয়ে একটি নতুন পাঁচ দেশীয় জোট গঠন করার বিষয়ে অভ্যন্তরীণ আলোচনা চলছে। মার্কিন রাজনৈতিক সংবাদ মাধ্যম 'পলিটিকো'র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।
হোয়াইট হাউজ সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলের কিছু অংশ উন্মোচন করেছে। বিভিন্ন সূত্র অনুযায়ী, সেই কৌশলগত নথিতেই এই বিকল্প পাঁচ দেশীয় জোট গঠনের পরিকল্পনাটি অন্তর্ভুক্ত রয়েছে।
'ডিফেন্স ওয়ান' নিউজ ওয়েবসাইটের তথ্যমতে, এই প্রস্তাবিত জোটের নাম দেওয়া হয়েছে 'কোর ৫' (Core 5) বা সংক্ষেপে সি৫ (C5)। এই জোটটি জি৭-এর বিকল্প হিসেবে কাজ করবে। বিশ্বের পাঁচটি প্রধান শক্তিধর দেশকে নিয়ে গঠিত হবে— যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও জাপান।
জি৭ (কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র) এর মতো সি৫-ও একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসেবে কাজ করবে।
প্রস্তাবনা অনুযায়ী, এই জোটের সদস্যপদ কোনো দেশের রাজনৈতিক আদর্শের ভিত্তিতে নয়, বরং তাদের জনসংখ্যা এবং অর্থনৈতিক সম্ভাবনার নিরিখে নির্ধারিত হবে। সি৫ জোট নিয়মিতভাবে বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক ও আলোচনা করবে।
আলোচনার প্রাথমিক আলোচ্যসূচিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং বিশেষভাবে ইসরায়েল-সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা প্রাধান্য পেতে পারে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি আন্না কেলি 'পলিটিকো'কে সি৫ সংক্রান্ত কোনো নথি থাকার বিষয়ে নিশ্চিত করতে রাজি হননি। তবে জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, এই জোট গঠনের পরিকল্পনা বর্তমান মার্কিন প্রশাসনের বৃহত্তর কৌশলগত স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
ট্রাম্প প্রশাসন কর্তৃক সম্প্রতি প্রকাশিত ৩৩ পৃষ্ঠার জাতীয় নিরাপত্তা কৌশলের নথি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের কর্মকর্তা ও বিশ্লেষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, নথির ভাষ্যে ক্রেমলিনের বক্তব্য প্রতিফলিত হয়েছে, এবং এতে ইউরোপকে সভ্যতার দিক থেকে 'বিলুপ্তির মুখে' বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এই কৌশল নথিতে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখানো হয়নি। আবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ইউরোপীয় বিষয়ক পরিচালক হিসেবে কাজ করা টোরি টাউসিগ সি৫ জোটে ইউরোপকে বাদ দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, "এই সি৫ পরিকল্পনা ইউরোপীয়দের কাছে এমন বার্তা দিতে পারে যে, বর্তমান মার্কিন প্রশাসন রাশিয়াকে একটি বিশিষ্ট ক্ষমতাধর দেশ হিসেবে দেখছে, যাদের ইউরোপের ওপর নিজস্ব প্রভাব খাটানোর সক্ষমতা রয়েছে।"
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।