রাবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস
- Author, রাফাসান আলম, রাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসিসি) মুক্তমঞ্চে নবীনদের বরণ করে নেন তারা।
গ্ৰিন ভয়েস রাবি শাখার ছাত্র উপদেষ্টা মো. আহসান হাবিব বলেন, " ক্লিন ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস বির্নিমানই গ্রীন ভয়েসের অন্যতম উদ্দেশ্য। এজন্য আমরা বৃক্ষ রোপণ, বৃক্ষ বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম করে আসছি। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধকরণ ও এগিয়ে নিতে আমরা কার্যক্রম পরিচালনা করি।"
এসময় গ্রীন ভয়েস রাবি শাখার প্রধান সমন্বয়ক এবং বাপা'র সাধারণ সম্পাদক জনাব মোঃ আলমগীর কবির বলেন, "আমরা সারাদেশে পরিবেশবান্ধব কার্যক্রম করে যাচ্ছি। সবুজ ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণই আমাদের মূল লক্ষ্য। ২০০৫ সাল থেকে পরিবেশ নিয়ে গ্রীন ভয়েস কাজ করে আসছে।"
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)
অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান বলেন, "গ্রীন ভয়েস পরিবেশ বিষয়ক কার্যক্রম দীর্ঘদিন ধরে করে আসছে। তারা ক্যাম্পাসটাকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে প্রায়ই পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ রোপণ এবং বৃক্ষ বিতরণ করেন। তারা অন্যদের থেকে ডিফরেন্ট।"
অনুষ্ঠানে আরো উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছিলেন ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আকতার বানু, অধ্যাপক ড. ফৌজিয়া এদিব ফ্লোরা, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীব এবং বাপা জাতীয় কমিটির সদস্য জামাত খান।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।