আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডে ৮ জনের স্থায়ী নিয়োগ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড (ISTCL) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি এই প্রতিষ্ঠানে এসিস্ট্যান্ট প্রোগ্রাম পদে মোট ৮ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। নিয়োগটি জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা গ্রেডে করা হবে।
সংস্থা
আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড (ISTCL)
চাকরির ধরন
সরকারি, স্থায়ী
পদের নাম
এসিস্ট্যান্ট প্রোগ্রাম
পদের সংখ্যা
০১টি ক্যাটাগরি
মোট নিয়োগ: ০৮ জন
যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে
কম্পিউটার সায়েন্স, CSE, EEE অথবা ICT-সংক্রান্ত বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের CGPA-সহ স্নাতক (সম্মান) ডিগ্রি।
অভিজ্ঞতা
নতুন ও অভিজ্ঞ-দুই ধরনের প্রার্থীই আবেদন করতে পারবেন।
বয়সসীমা
২১ ডিসেম্বর ২০২৫ অনুযায়ী ২১ থেকে ৩২ বছর।
বেতন
জাতীয় বেতন স্কেল ২০১৫ গ্রেড-৯ ২২,০০০ -৫৩,০৬০ টাকা।
নিয়োগ মেনুতে গিয়ে শিক্ষাগত সনদ, এনআইডি তথ্য, রঙিন ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি যুক্ত করতে হবে।
আবেদন ফি
২০০ টাকা (SSL Commerce-এর মাধ্যমে প্রদানযোগ্য)
ফরম জমার পর ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।
আবেদন করতে হবে: অনলাইনে
আবেদন শুরু: ১৫ ডিসেম্বর ২০২৫, সকাল ১০:০০টা
আবেদন শেষ: ১৭ জানুয়ারি ২০২৬, রাত ১১:৫৯ মিনিট
বিস্তারিত জানতে ক্লিক করুন https://istcl.portal.gov.bd/
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।