৩০০ কোটি টাকার প্রস্তাব প্রত্যাখ্যান, নিজস্ব উদ্যোগে ব্যবসায় নামছেন বিরাট কোহলি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আবারও আলোচনায় এসেছেন বিরাট কোহলি। বয়স ৩৭ হলেও মাঠে তার ধারাবাহিক পারফরম্যান্স যেমন নজর কাড়ছে, তেমনি মাঠের বাইরেও তার ব্র্যান্ড ভ্যালু আগের মতোই শক্ত অবস্থানে রয়েছে। বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রচারদূত হওয়ার জন্য এখনও কোহলির প্রতি আগ্রহ তুঙ্গে।
এমন প্রেক্ষাপটে একটি আন্তর্জাতিক ক্রীড়াসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রায় ৩০০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। জানা গেছে, বিজ্ঞাপনী চুক্তির বদলে তিনি নিজেই খেলাধুলার পোশাক ও সরঞ্জাম খাতে উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্যে তিনি নতুন স্টার্টআপ প্রতিষ্ঠান অ্যাজিলিটাস স্পোর্টসের সঙ্গে যুক্ত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কোহলি জানান, প্রতিষ্ঠানটির ভাবনা ও পরিকল্পনা শুরু থেকেই তাকে আকৃষ্ট করেছে। তিনি বলেন, এই উদ্যোগের সঙ্গে যুক্ত মানুষের কাজের ধরন এবং ক্রীড়া পোশাক বাজারে নতুন কিছু করার লক্ষ্য তাকে অনুপ্রাণিত করেছে।
অ্যাজিলিটাস স্পোর্টসে বাণিজ্যিক দূতের পাশাপাশি অংশীদার হিসেবেও থাকছেন কোহলি। কোম্পানির মোট শেয়ারের প্রায় ১.৯৪ শতাংশ তার মালিকানায় থাকবে। পাশাপাশি কোহলির নিজস্ব ব্র্যান্ড ‘ওয়ান এইট’-এর পোশাকসহ বিভিন্ন পণ্যও এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাজারজাত করা হবে।
উল্লেখ্য, চলতি বছরই দীর্ঘদিনের এক ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কের ইতি টানেন কোহলি। ২০১৭ সালে সংস্থাটির সঙ্গে তার প্রায় ১১০ কোটি টাকার চুক্তি হয়েছিল। আট বছর পর সেই প্রতিষ্ঠান নতুন করে প্রায় ৩০০ কোটি টাকার প্রস্তাব দিলেও তা গ্রহণ না করে নিজস্ব ব্যবসায়িক পথ বেছে নিলেন এই তারকা ক্রিকেটার।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।