ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অনিয়ম: ওবায়দুল কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে পুনর্বাসনের উদ্দেশ্যে অধিগ্রহণ করা জমি আইন বহির্ভূতভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের কাজে ব্যবহার এবং দীর্ঘমেয়াদি লিজ দেওয়ার অভিযোগে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও ১৩ জন সাবেক সচিবসহ মোট ১৪ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৮ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম বাদী হয়ে এ মামলা করেন বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। অভিযোগে বলা হয়েছে, প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নির্ধারিত জমি সংশ্লিষ্ট নীতিমালা ও আইনি বিধান উপেক্ষা করে অন্য উদ্দেশ্যে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়, যা রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী।
মামলায় আসামি হিসেবে নাম রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও সেতু বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জননিরাপত্তা, বিদ্যুৎ, ভূমি, পানিসম্পদ, রেলপথ, প্রতিরক্ষা, জ্বালানি ও খনিজ সম্পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সাবেক সচিবদের। এছাড়া সাবেক সিএএজি ও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বর্তমান চেয়ারম্যানও মামলার আসামি তালিকায় অন্তর্ভুক্ত।
দুদকের ভাষ্য অনুযায়ী, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই মামলা করা হয়েছে এবং অভিযোগের যথার্থতা যাচাইয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। বিষয়টি ঘিরে সরকারি প্রকল্প ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।