৭ কলেজের শিক্ষার্থীরা অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা

৭ কলেজের শিক্ষার্থীরা অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

৭ কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন জোরদার রাখার ঘোষণা দিয়েছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো অগ্রগতি না পাওয়ায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তায় ভুগছেন। এজন্য তারা সড়ক অবরোধ, অবস্থান এবং ভবন ঘেরাওসহ ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষা ভবনের সামনে এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খসড়া আইন মন্ত্রণালয় প্রকাশ করলেও চূড়ান্ত অধ্যাদেশ প্রকাশে দীর্ঘদিনের জটিলতা দেখা দিয়েছে। এর ফলে শিক্ষার্থীদের একাডেমিক সিকিউরিটি এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।

শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হলে সোমবার (৮ ডিসেম্বর) আবারও সড়ক অবরোধ ও অন্যান্য ব্লকেড কর্মসূচি পালন করা হবে। এর আগে দুপুরে তারা শিক্ষা ভবন ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন। পরে ভবনের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন চালানো হয়, যা হাইকোর্ট মাজার রোড ও সচিবালয় এলাকা সহ আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত করে।

শিক্ষার্থীদের একমাত্র দাবি হলো—ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ দ্রুত জারি করতে হবে।
এর আগে, ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সাত কলেজ একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ