ব্যাংকে কোটি টাকার হিসাব বেড়ে ১ লাখ ২৮ হাজার, ধনীদের জমা ক্রমেই বাড়ছে

ব্যাংকে কোটি টাকার হিসাব বেড়ে ১ লাখ ২৮ হাজার, ধনীদের জমা ক্রমেই বাড়ছে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দেশের ব্যাংকগুলোতে বড় অঙ্কের আমানতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেও কোটি টাকা বা তার বেশি জমা থাকা হিসাবের সংখ্যা ১ লাখ ২৮ হাজারেরও বেশি পৌঁছে গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সেপ্টেম্বর ২০২৫-এর হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, ব্যাংক খাতে মোট হিসাবের সংখ্যা ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০। জুনের তুলনায় তিন মাসে প্রায় ৫৫ লাখ হিসাব বৃদ্ধি পেয়েছে। তবে কোটি টাকার হিসাবের পরিমাণ কমেছে; জুনে এসব হিসাবের মধ্যে জমা ছিল ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা, যা সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কমে ৮ লাখ ২১ হাজার ৫৬২ কোটি টাকায় নেমেছে।

বিশেষজ্ঞরা বলছেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকেই সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে ধনীদের আয় ও সম্পদ ক্রমশ বেড়েই চলেছে। ফলে ব্যাংকে বড় অঙ্কের আমানত প্রধানত বিত্তশালী ও বড় ব্যবসা প্রতিষ্ঠানের কাছে কেন্দ্রীভূত হচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশের কোটিপতি আমানতকারীর সংখ্যা ছিল মাত্র ৫। ধীরে ধীরে তা বেড়ে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ২৮ হাজারে পৌঁছেছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, কোটি টাকার হিসাব মানেই ব্যক্তিগত কোটিপতি হিসাব নয়। একাধিক প্রতিষ্ঠানও এসব তালিকায় আছে এবং ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক ব্যাংকে হিসাব খুলতে পারে। ফলে বড় অঙ্কের জমা শুধু ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ নয়।
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ