বিয়ের গুঞ্জনে ইতি টানলেন স্মৃতি মান্দানা

বিয়ের গুঞ্জনে ইতি টানলেন স্মৃতি মান্দানা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সব ধরনের জল্পনা ও গুজবের অবসান ঘটালেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্দানা। সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে তার প্রস্তাবিত বিয়ে আর হচ্ছে না-এ কথা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরেই এই বিয়ে নিয়ে নানা আলোচনা চলছিল।

আগামী ২৩ নভেম্বর মান্দানা ও পলাশের বিয়ের আয়োজন করার কথা থাকলেও হঠাৎ মান্দানার বাবার অসুস্থতার কারণে অনুষ্ঠানটি স্থগিত হয়। পরে সেই আয়োজন আর নতুন করে নির্ধারিত হয়নি। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবেই বিয়ে বাতিলের ঘোষণা দিলেন ভারতীয় এই ওপেনার।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে মান্দানা জানান, সাম্প্রতিক সময়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা ছড়িয়েছে। বিষয়টি পরিষ্কার করতে তিনি নিজেই মুখ খুলেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, তিনি সবসময় ব্যক্তিগত বিষয় গোপন রাখতেই পছন্দ করেন, তবে বর্তমান পরিস্থিতিতে স্পষ্ট করে জানানো প্রয়োজন ছিল যে বিয়ের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এই প্রসঙ্গে আর কোনো আলোচনা না করার অনুরোধও জানান তিনি।

একই সঙ্গে মান্দানা অনুরোধ করেন, এই কঠিন সময়ে দুই পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানাতে। নিজের ভবিষ্যৎ লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, দেশের হয়ে খেলার প্রতি তার অঙ্গীকার আগের মতোই অটুট রয়েছে। যতদিন সম্ভব ভারতের জার্সি গায়ে মাঠে নামা এবং শিরোপা জেতাই এখন তার প্রধান লক্ষ্য।

এর আগে মহিলা ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে পিচেই মান্দানাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পলাশ মুচ্ছল। পরবর্তী সময়ে পলাশের ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন অভিযোগ ও গুঞ্জন সামনে আসে। এমনকি মান্দানার ঘনিষ্ঠজনদের কয়েকজন তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করা বন্ধ করে দেন বলেও শোনা যায়।

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মান্দানার ঘোষণায় স্পষ্ট হলো-এই বিয়ের অধ্যায় আর এগোচ্ছে না।
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ