ইংল্যান্ডকে বিধ্বস্ত করে দাপট দেখাল অস্ট্রেলিয়া
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে শুরু থেকেই চাপে পড়েছে স্বাগতিক ইংল্যান্ড। পাঁচ টেস্টের সিরিজের প্রথম দুটি ম্যাচে টানা জয়ে শক্ত অবস্থান গড়ে নিয়েছে অস্ট্রেলিয়া। পার্থ টেস্টে দুই দিনের মধ্যেই হারের পর ব্রিসবেনে দ্বিতীয় টেস্টেও বড় ব্যবধানে পরাজিত হয়েছে ইংলিশরা।
ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচের শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রণে ছিল স্বাগতিকদের বোলিং ও ব্যাটিং ইউনিট।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন জো রুট। সাবেক অধিনায়ক ১৩৮ রানের লড়াকু ইনিংস খেললেও দলীয় স্কোর বড় করতে পারেননি সতীর্থরা।
জ্যাক ক্রলি করেন ৭৬ রান। শেষ পর্যন্ত ইংল্যান্ড গুটিয়ে যায় ৩৩৪ রানে। অস্ট্রেলিয়ার পক্ষে একাই ৬ উইকেট তুলে নেন গতিময় পেসার মিচেল স্টার্ক।জবাবে ব্যাট করতে নেমে কোনো সেঞ্চুরি ছাড়াই বিশাল ৫১১ রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। মাঝারি স্কোরের ধারাবাহিকতায় বড় লিড নিশ্চিত করেন একাধিক ব্যাটার।
স্টার্ক ৭৭ রান করার পাশাপাশি জ্যাক ওয়েথারল্যান্ড, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি ও স্টিভ স্মিথ যথাক্রমে ৭২, ৬৫, ৬৩ ও ৬১ রান করেন। ইংল্যান্ডের হয়ে বোলিংয়ে ব্রাইডন কার্স নেন ৪ উইকেট, বেন স্টোকস পান ৩টি।
প্রথম ইনিংসে বড় পিছিয়ে থাকা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়। অস্ট্রেলিয়ান পেসার মিসেল নিসারের গতির মুখে পড়ে তারা থামে মাত্র ২৪১ রানে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫০ রান আসে অধিনায়ক বেন স্টোকসের ব্যাট থেকে। জ্যাক ক্রলি যোগ করেন ৪৪ রান। নিসার একাই শিকার করেন ৫ উইকেট।
মাত্র ৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১০ ওভারেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া, হারায় ২টি উইকেট।
পার্থের পর ব্রিসবেন টেস্টেও ম্যাচসেরার পুরস্কার জিতে নেন মিচেল স্টার্ক। এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে মূল্যবান ৭৭ রান করেন এই অস্ট্রেলিয়ান তারকা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।