সিরিজে এগিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কক্সবাজারে চলমান অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচে আজ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৭ উইকেটে পরাজিত করেছে স্বাগতিকরা। এতে পাঁচ ম্যাচের সিরিজে ২–১ ব্যবধানে লিড নিল বাংলাদেশের মেয়েরা।
আগের ম্যাচগুলোর মতো আজকের খেলাও ছিল স্বল্প রানের। টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান দল পুরো ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৬ রান তুলতে পারে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পাকিস্তানি ব্যাটাররা বড় স্কোর গড়তে ব্যর্থ হয়।
লক্ষ্য তাড়ায় শুরুটা কিছুটা সতর্ক হলেও খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। ১৩ দশমিক ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। অধিনায়ক সাদিয়া ইসলাম ব্যাট হাতে দারুণ দায়িত্বশীল ইনিংস খেলেন।
২৮ বল মোকাবেলায় তিনি করেন ৩৫ রান, যেখানে ছিল তিনটি ছক্কা। প্রথম দিকে দুই উইকেট পড়ে যাওয়ার পর জান্নাতকে সঙ্গে নিয়ে তিনি দলের রানের গতি বাড়ান।
সাদিয়া বিদায় নেওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন জান্নাত। চতুর্থ উইকেটে মায়মুনা নাহারের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয় এনে দেন তিনি।
জান্নাত ২৫ বলে অপরাজিত ৩০ রান করেন, আর মায়মুনা নাহার অপরাজিত থাকেন ৪ রানে।
এর আগে পাকিস্তানের ইনিংসে বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট দখল করেন হাবিবা ইসলাম ও অতসী মজুমদার।
সিরিজের বাকি দুই ম্যাচ কক্সবাজারেই অনুষ্ঠিত হবে আগামী ১০ ও ১২ ডিসেম্বর। এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক সাদিয়া ইসলাম।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।