কোস্ট গার্ডের অভিযানে ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পটুয়াখালীতে প্রায় এক লাখ টাকা মূল্যের ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে সদর থানার টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন এলাকায় অবস্থানরত একটি সন্দেহজনক ইজিবাইক তল্লাশি করে নিষিদ্ধ পলিথিনের বড় চালানটি উদ্ধার করা হয়। মূল্যমান ও পরিমাণ যাচাইয়ের পর জব্দকৃত পলিথিনের ওজন ২৫০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে নিশ্চিত করে কোস্ট গার্ড।
অভিযানের সময় ইজিবাইক চালককে জিজ্ঞাসাবাদ করা হলেও তার বিরুদ্ধে সরাসরি প্রমাণ না থাকায় মুচলেকা গ্রহণের পর ইজিবাইকসহ তাকে ছেড়ে দেওয়া হয়। পরে জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী কার্যালয়ের পরিদর্শকের কাছে হস্তান্তর করা হয়, যাতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়।
কোস্ট গার্ড জানায়, পরিবেশ সুরক্ষা ও নিষিদ্ধ পলিথিনের অবৈধ ব্যবহাররোধে তাদের অভিযান নিয়মিতভাবে চলবে। পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বিত তৎপরতাও বাড়ানো হবে বলে দায়িত্বশীল সূত্র জানান।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।