তারেক রহমান দেশে ফিরলে সহযোগিতা করবেন আইন উপদেষ্টা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে সরকার নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত। গতকাল সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আইনগত কোনো বাধা সরকারের জানা নেই। যদি কোনো বিধিনিষেধ থেকেও থাকে, তা দূর করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, তারেক রহমান কখন দেশে ফিরবেন, সেটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। উপদেষ্টার ভাষ্য, “উনি নিজেই একজন বুদ্ধিমান মানুষ। কখন দেশে আসা উচিত বা উচিত নয়, সেটি তাঁর নিজেরই বিবেচনার বিষয়।” তিনি মন্তব্য করে বলেন, দেশে না ফেরার কারণ নিয়ে বিভিন্ন মহলের জল্পনা-কল্পনা উত্থাপন করা অনুচিত। বিশেষত মা–ছেলের সম্পর্ককে কেন্দ্র করে প্রশ্ন তোলা বা মন্তব্য করা ‘অরুচিকর’ বলে উল্লেখ করেন তিনি।
আসিফ নজরুল বলেন, রাজনৈতিক বা ব্যক্তিগত বিবেচনায় তারেক রহমান ও তাঁর পরিবারই সবচেয়ে ভালো জানেন কোন সময়ে কী পদক্ষেপ নিতে হবে। সরকার এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় আইনগত ও নিরাপত্তা-সংক্রান্ত সহায়তা দিতে প্রস্তুত থাকবে বলে উপদেষ্টা পুনর্ব্যক্ত করেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।