ক্রমেই রেকর্ড গড়ছে রেমিট্যান্সঃ নভেম্বর মাসে এলো ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের মধ্যে অন্য যেকোনো মাসের তুলনায় নভেম্বর মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে। ১লা ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে প্রবাসীরা মোট ২৮৮ কোটি ৯৫ লাখ (২.৮৮ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এই হিসাবে, নভেম্বর মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৬৩ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, নভেম্বর মাসের এই বিপুল পরিমাণ রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ১৯৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার।
বাকি রেমিট্যান্স এসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৫৯ লাখ ৪০ হাজার ডলার।
এর আগে চলতি অর্থবছরের অক্টোবর মাসে দেশে এসেছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, এবং সেপ্টেম্বরে এসেছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার।
আগস্টে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের বিভিন্ন নীতি সহায়তার পাশাপাশি বৈধ পথে অর্থ প্রেরণে উৎসাহ দানের ফলস্বরূপ রেমিট্যান্সে এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীদের পাঠানো মোট রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ) মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।