খালেদা জিয়ার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিআইপি হিসেবে ঘোষণা করেছে সরকার। এ উদ্দেশ্যে বিশেষ নিরাপত্তা প্রদান নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আইন মন্ত্রণালয় থেকে জারি করা এসআরও এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয় যে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনটি ১ ডিসেম্বর ২০২৫ থেকে তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এবং আইনগত এখতিয়ার অনুযায়ী এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ইতোমধ্যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার অবস্থার খবর পেয়ে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ হাসপাতালে ভিড় করছেন। হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও অতিরিক্ত উপস্থিতির কারণে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
সরকার মনে করছে, এসএসএফ নিয়োগের মাধ্যমে পরিস্থিতি আরও সুরক্ষিত ও শৃঙ্খলাপূর্ণভাবে পরিচালনা করা সম্ভব হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।