পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২২ লাখ টাকা মূল্যের জাটকা জব্দ

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২২ লাখ টাকা মূল্যের জাটকা জব্দ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পটুয়াখালীতে প্রায় ২১ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ৩ হাজার ১২০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩০ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে সদর থানার টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সন্দেহজনক দুটি যাত্রীবাহী বাস তল্লাশি করে উল্লেখিত পরিমাণ জাটকা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে বাসচালক এবং সহকারীদের জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা গ্রহণ করে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাটকা পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং অসহায়-দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। মৎস্যসম্পদ সংরক্ষণ, বিশেষ করে জাটকা নিধন রোধে সরকারের চলমান কর্মসূচির অংশ হিসেবে এই অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে জাটকা পরিবহন ও বিপণনের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও মাছের প্রজনন ও টেকসই সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কোস্ট গার্ড নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলে তারা জানান।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ