তারেক রহমান দেশে ফিরতে চাইলে ওয়ান টাইম পাস দেবে সরকার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার তাকে ‘ওয়ান টাইম পাস’ প্রদানে প্রস্তুত। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট না থাকলে বা মেয়াদোত্তীর্ণ হলে দেশে ফেরার জন্য সরকার একবারের ভ্রমণ অনুমতি (ওয়ান টাইম পাস) ইস্যু করে থাকে, এবং এই প্রক্রিয়া সাধারণত মাত্র একদিনেই সম্পন্ন করা যায়। এ বিষয়ে তিনি বলেন, “উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, তাহলে কালকে এটা দিয়ে, পরশু দিন উনি প্লেনে উঠতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই।”
সাংবাদিকরা তারেক রহমানের বিদেশে অবস্থান এবং সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া স্ট্যাটাস নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে সরকারের কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। তিনি বলেন, “এটা উনি বলেছেন, যেটা আমরা পত্রিকায় দেখেছি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বিধিনিষেধ নেই।”
আলোচনা সভায় পররাষ্ট্র উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি জানান, বর্তমানে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার মতো শারীরিক অবস্থা নেই। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হলে পরিবার বা দল চাইলে সরকার সহযোগিতা করবে। তিনি বলেন, রোগীর বর্তমান শারীরিক পরিস্থিতিই চিকিৎসার গন্তব্য নির্ধারণ করে; সরকার বাধা দেওয়ার অবস্থানে নেই।
এসময় তিনি আরও উল্লেখ করেন যে, দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের চলাচল বা চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্তে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে। দেশে ফেরার ব্যাপারে তারেক রহমানের সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত ও আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল বলেও মত দেন পররাষ্ট্র উপদেষ্টা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।