শেখ হাসিনার ভাতিজা তাপসের আয়কর নথি জব্দের নির্দেশ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র, শেখ হাসিনার ভাতিজা ও সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস এবং তার স্ত্রী আফরিন তাপসের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। মামলার আবেদনে উল্লেখ করা হয় যে, তাপস সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ৭৩ কোটি ১৯ লাখ টাকা মূল্যের সম্পদ অর্জন করেন এবং তা দখলে রাখেন।
এছাড়া তার নামে থাকা ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি ১৬ লাখ টাকা ও পাঁচ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অর্থ হস্তান্তর ও স্থানান্তরের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে দুদক মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
তদন্তের স্বার্থে তাপসের শুরু থেকে সর্বশেষ পর্যন্ত সম্পূর্ণ আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র জব্দ ও পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা দুদক আবেদনে উল্লেখ করে।
অন্যদিকে, পৃথক আবেদনে তাপসের স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধেও অনুরূপ অভিযোগ উত্থাপন করা হয়। আবেদনে বলা হয়, আফরিন তাপস স্বামী শেখ ফজলে নূর তাপসের সঙ্গে যোগসাজশে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ছয় কোটি ৪০ লাখ টাকা মূল্যের সম্পদ অর্জন করে দখলে রেখেছেন। পাশাপাশি তার নামে থাকা নয়টি ব্যাংক হিসাবে ৭০ কোটি ৮৯ লাখ টাকা ও তিন লাখ ৯৫ হাজার ৯৬৩ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
মামলাটি তদন্তের জন্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা যাতে সুষ্ঠুভাবে তদন্ত পরিচালনা করতে পারেন, সে জন্য আফরিন তাপসের সকল পর্যায়ের আয়কর নথি জব্দ ও বিশদ পর্যালোচনার প্রয়োজনীয়তা আদালতে উপস্থাপন করা হয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।