যে কারণে অবরোধ চলছে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে

যে কারণে অবরোধ চলছে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ছয় লেনে রূপান্তরের দাবিতে চকরিয়া উপজেলার মাতামুহুরী সেতু এলাকায় রবিবার সকাল ৯টা থেকে অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় আন্দোলনকারীরা। ঘোষিত কর্মসূচির ফলে মহাসড়কের উভয় পাশে হাজারের বেশি যানবাহন আটকে পড়ে এবং পর্যটক, সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের অনেককে কয়েক কিলোমিটার পথ হেঁটে গন্তব্যে পৌঁছতে দেখা যায়।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, মাত্র দুই লেনের এই মহাসড়কে প্রতিদিনই কোনো না কোনো স্থানে দুর্ঘটনা ঘটে এবং বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। তাদের দাবি, দ্রুততম সময়ে মহাসড়কটি ছয় লেনে সম্প্রসারণের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গত এক মাস ধরে তারা স্মারকলিপি প্রদান, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এসব দাবির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলনের ব্যানারে তারা সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্লকেডের ঘোষণা দেন এবং পূর্বঘোষণা অনুযায়ী মাতামুহুরী সেতুর ওপর অবস্থান নেন।

অবরোধ চলাকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, মহাসড়ক ছয় লেনে রূপান্তর বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আন্দোলনকারীদের অবহিত করেন যে আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এই আশ্বাস পাওয়ার পর আন্দোলনকারীরা দুপুর ১টার পর মহাসড়ক থেকে সরে যেতে সম্মত হন এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে কক্সবাজার জেলা পুলিশের চকরিয়া সার্কেলের এএসপি অভিজিত দাস, চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারসহ বিপুলসংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন ছিলেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ