খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর তারা সাংবাদিকদের এ তথ্য জানান।

আহমেদ আযম খান বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে স্থানান্তরের বিষয়ে বিভিন্ন দেশের হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সব ধরনের লজিস্টিক প্রস্তুত রয়েছে। তিনি জানান, “এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। পরিস্থিতি অনুকূল হলে তাঁকে বিদেশে নেওয়া হবে। এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।”

এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মান্না জানান, মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে ফ্লাই করার মতো উপযোগী নয়। তিনি বলেন, “চিকিৎসকদের মতে, তার অবস্থা সংকটাপন্ন হলেও উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি, কোনোটিই হয়নি। তবে যেকোনো সময় আন্তর্জাতিক চিকিৎসা সহায়তার প্রয়োজন হতে পারে বিবেচনায় প্রস্তুতি রাখা হয়েছে।” তিনি আরও জানান, বিদেশে নেওয়ার ক্ষেত্রে প্রথম বিকল্প হিসেবে সিঙ্গাপুর এবং পরবর্তী বিকল্প হিসেবে ইউরোপের কিছু হাসপাতাল বিবেচনায় রয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরীক্ষায় তার বুকে সংক্রমণ ধরা পড়লে চিকিৎসকেরা তাকে ভর্তি করেন। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী জানান, “গত কয়েক মাসে তিনি বারবার বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে একাধিক শারীরিক সমস্যা একসঙ্গে দেখা দেওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।” চিকিৎসকরা দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ