‘স্লো পয়জন’ দিয়ে হত্যার ষড়যন্ত্র হয়েছিল খালেদা জিয়াকেঃ হাসান সরকার

‘স্লো পয়জন’ দিয়ে হত্যার ষড়যন্ত্র হয়েছিল খালেদা জিয়াকেঃ হাসান সরকার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নেতা ও গাজীপুর–৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার অভিযোগ করেছেন যে, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দিয়ে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। তবে আল্লাহর রহমতে দেশনেত্রী বেঁচে আছেন এবং জনগণের অধিকারের নেতৃত্ব দিতে আবারও শক্ত হয়ে দাঁড়ানোর জন্য প্রস্তুত হচ্ছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে টঙ্গীর বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান সরকার বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। তাকে নিঃশব্দে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার সব ধরনের অপচেষ্টাই ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, জনগণই বেগম জিয়ার শক্তির মূল উৎস।

বিগত ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ সরকারের সমালোচনায় তিনি বলেন, মিথ্যা মামলা, দমন–পীড়ন, গুম–খুনের রাজনীতি হাসিনার গদি টিকিয়ে রাখতে পারেনি। দেশের মানুষ গণতন্ত্রের জন্য জেগে উঠেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত হবে বলেই তিনি বিশ্বাস করেন।

টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন হাসান উদ্দিন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা বাবর আলী এবং সঞ্চালনা করেন ৫৪ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজিজুল হক রাজু মাস্টার।
এছাড়াও বক্তব্য রাখেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান, মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম বেপারী এবং অধ্যাপক আব্দুল মোতাবেক।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ