ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে বড় ধরনের ক্ষতির আশঙ্কা—রাজউকের সমীক্ষা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজউকের সাম্প্রতিক এক সমীক্ষায় বলা হয়েছে, মধুপুর ফল্টে যদি ৬.৯ মাত্রার ভূমিকম্প হয়, তবে ঢাকার মোট ভবনের প্রায় ৪০ শতাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধসে পড়তে পারে।
এতে দুই লাখের বেশি মানুষের মৃত্যুঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
সোমবার রাজধানীর আইইবি ভবনে ‘ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে এই তথ্য উপস্থাপন করে রাজউক। ঢাকায় সাম্প্রতিক চার দফা ভূমিকম্পের পর জরুরি এই আলোচনায় সরকারে উপদেষ্টা, রাজউক ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা অংশ নেন।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দ্রুত সময়ের মধ্যে রাজধানীর ভবনগুলোর ঝুঁকি মূল্যায়ন শুরু করার আহ্বান জানান।
তিনি বলেন, যেখানে ভাঙার প্রয়োজন, সেখানে আর বিলম্ব করা যাবে না। প্রয়োজনে রাজউককে বিশেষ ক্ষমতা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
সেমিনারে রাজউকের উপস্থাপনায় জানানো হয়, সম্ভাব্য বড় ভূমিকম্পে ঢাকায় ৮ লাখের বেশি ভবন ধসে পড়তে পারে এবং আর্থিক ক্ষতি দাঁড়াতে পারে কয়েক লাখ কোটি টাকার সমপরিমাণ।
বিশেষজ্ঞরা বলেন, বহুদিন ধরে ঝুঁকির কথা জানানো হলেও পুরোনো ও নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
নগর–পরিকল্পনাবিদদের মতে, উন্নয়ন নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ঢাকার ঝুঁকি বেড়েছে এবং পরিস্থিতির জন্য রাজউক, ভবনমালিক এবং সংশ্লিষ্ট প্রকৌশলীরা সবাই দায় এড়াতে পারেন না।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।