তিন পৃথক দুর্নীতি মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

তিন পৃথক দুর্নীতি মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারজনিত তিন পৃথক দুর্নীতি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন বিশেষ জজ আদালত-৫। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন প্রতিটি মামলায় সাত বছর করে মোট ২১ বছরের এই দণ্ড ঘোষণা করেন। এর আগে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ২৩ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছিল।

মামলার নথি অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়। প্রথম মামলাটি গত ১৪ জানুয়ারি দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন দাখিল করেন, যেখানে শেখ হাসিনাসহ আটজনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত ১০ মার্চ দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ১২ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন।

একই দিনে পূর্বাচল প্রকল্পে আরেকটি ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দ্বিতীয় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। এতে শুরুতে ১৫ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে দুইজন বাড়িয়ে মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এ মামলায় আদালতে ২৩ জন সাক্ষ্য প্রদান করেন।

এ ছাড়াও পূর্বাচলে ১০ কাঠা জমির প্লট জালিয়াতির অভিযোগে গত ১২ জানুয়ারি তৃতীয় মামলাটি দায়ের করা হয়, যেখানে শেখ হাসিনা ও পুতুলসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে গত ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া।

এর আগে গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫ তিন মামলায় অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর নির্দেশ দেন। সব মামলার প্রক্রিয়া সম্পন্নের পর আজ আদালত চূড়ান্ত রায় ঘোষণা করেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ