ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে রেল সংযোগ বাস্তবায়নের দিকে এগোচ্ছে

ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে রেল সংযোগ বাস্তবায়নের দিকে এগোচ্ছে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আবু ধাবিতে ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেগেভের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফরের পর প্রকল্পটি নতুন গতি পেয়েছে। ২০২০ সালে ইসরায়েল-আমিরাত সম্পর্ক স্বাভাবিককরণের পর আমিরাত তাদের ইতিহাদ রেল নেটওয়ার্ক পশ্চিম দিকে সৌদি সীমান্ত আল গুওয়াইফাত পর্যন্ত সম্প্রসারিত করে।

২০২৩ সাল থেকে আল ফুজাইরাহ বন্দর থেকে সীমান্ত পর্যন্ত এই রুট চালু আছে। তবে এর পরবর্তী অংশ, সৌদি আরব হয়ে জর্ডান ও ইসরায়েল পর্যন্ত সংযোগ এখনও নির্মিত হয়নি।

আমিরাতের অংশ সম্পূর্ণ হলেও সৌদি এখনো তাদের রেললাইনকে উত্তরের দিকে বাড়ানোর নির্মাণ কাজ শুরু করেনি। ইসরায়েল ও আমিরাত উভয় দেশেই আধুনিক রেল ব্যবস্থা থাকায় এখন সবচেয়ে বড় কাজ হলো সীমান্ত পেরিয়ে সরাসরি সংযোগস্থল চূড়ান্ত করা।

এ উদ্যোগ গালফ রেলওয়ে প্রকল্পের অংশ হিসেবে এগোচ্ছে, যার লক্ষ্য কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ইউএই ও ওমানকে একটি একীভূত আঞ্চলিক রেল নেটওয়ার্কে যুক্ত করা। প্রকল্পটি ২০২৩০ সাল নাগাদ প্রাথমিক ভাবে চালু হতে পারে। কূটনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা পরিস্থিতি অনুযায়ী জর্ডান ও ইসরায়েলও ভবিষ্যতে এই রুটে যুক্ত হতে পারে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ