রিকশাচালকদের জীবনমান উন্নয়নে কর্মশালার আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকার রিকশাচালকদের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আনতে ‘রিকশাচালকদের জীবনমান উন্নয়ন কর্মশালা ২০২৫’ আয়োজনের উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমজীবী এই জনগোষ্ঠীর কর্মব্যস্ততার ওপর নগরজীবনের স্বাভাবিক গতি ব্যাপকভাবে নির্ভরশীল হলেও তাদের কাজের স্বীকৃতি, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক মূল্যায়নের সুযোগ দীর্ঘদিন ধরেই সীমিত। এই প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে রিকশাচালকদের ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনে প্রয়োজনীয় জ্ঞান, সচেতনতা এবং আচরণগত উন্নয়ন নিশ্চিত করতে ফাউন্ডেশনটি দিনব্যাপী একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে।
আসছে ৫ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আফতাবনগরের প্লট ৬২–৬৪, রোড ৩, ব্লক এ-তে অবস্থিত আস-সুন্নাহ অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। কর্মশালায় রিকশাচালকদের আত্মপরিচয় ও দায়িত্ববোধ, মৌলিক দীনী জ্ঞান, উত্তম আচরণ, পরিবার পরিচালনা, স্ত্রী–সন্তানের অধিকার ও করণীয়, স্বাস্থ্য সুরক্ষা, কম আয়ে স্বাবলম্বী জীবনযাপন, ঋণমুক্ত থাকার পদ্ধতি, ট্রাফিক আইন ও রাস্তার নিরাপত্তা এবং সামাজিক নিয়ম–নীতিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, মাদরাসাতুল কুরআন কমপ্লেক্সের প্রিন্সিপাল আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আশরাফুল আলম সুমন এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ। কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য সকাল ও দুপুরের খাবারেরও ব্যবস্থা থাকবে।
রিকশাচালকদের বড় একটি অংশ প্রযুক্তি ব্যবহারে অনভিজ্ঞ হওয়ায় রেজিস্ট্রেশনের সুবিধা সহজ করা হয়েছে। অংশগ্রহণ করতে আগ্রহীরা গুগল ফরমের মাধ্যমে বা সরাসরি মোবাইলে ০১৮৯৮৭৭৩৮৮০ নম্বরে ফোন করেও নিবন্ধন করতে পারবেন। আয়োজকেরা জানিয়েছেন, যে কেউ চাইলে নিজের পরিচিত রিকশাচালককে দাওয়াত দিতে বা তাদের হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। পরিবারের নিকটস্থ রিকশা গ্যারেজে গিয়ে দলগত রেজিস্ট্রেশন করার জন্যও উৎসাহ দেওয়া হচ্ছে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ জানিয়েছেন, রিকশাচালকদের জীবনমান উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নেও ভূমিকা রাখবে। তিনি সমাজের সচেতন মহলকে উদ্যোগটিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।