জামায়াত নিয়ে পোস্ট করায় ইফতিকে বহিষ্কার, এনসিপির জোট জামায়াত সংশ্লিষ্ট দলের সাথেই
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এমন গুঞ্জন উঠেছে। দলটির নেতৃত্বে সম্ভাব্য যে জোট গঠনের আলোচনা চলছে, সেখানে থাকতে পারে আপ বাংলাদেশ (ইউনাইটেড পিপলস বাংলাদেশ), এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি) এবং গণঅধিকার পরিষদ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আপ বাংলাদেশ ও এবি পার্টির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘরানার ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাক্তন নেতারা, যার ফলে দীর্ঘদিন ধরেই এই দুটি সংগঠনকে জামায়াতের ‘প্রক্সি সংগঠন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত সম্পর্কিত পোস্ট দেওয়ায় এনসিপি দক্ষিণ কোরিয়া শাখার প্রচার সম্পাদক ফাইয়াজ ইফতিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পর তিনি নিজেই এনসিপি থেকে স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আজীবনের জন্য গুড বাই।”
ফাইয়াজ ইফতি আরেকটি পোস্টে উল্লেখ করেন, ‘জোট করতেছে আপ বাংলাদেশ আর এবি পার্টির সাথে, আর এদিকে জামায়াত নিয়ে পোস্ট করায় আমাকে গাইল্লায়- এরই নাম নতুন বন্দোবস্ত’। তিনি আরও জানান, “জোট করে ডাক দেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ, জামায়াত-এনসিপি ভাই-ভাই, আর কোনো প্যারা নাই।”
এই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক মহলে জোট এবং দলীয় শৃঙ্খলার বিষয়ে নানা আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে জামায়াত সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে এনসিপির সম্ভাব্য জোট নিয়ে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।