নির্বাচনে জিতলে খালেদা জিয়া রাষ্ট্রপতি, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর পল্টনের ভাসানী ভবনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জিয়া মঞ্চ আয়োজিত দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বরকতউল্লাহ বুলু বলেন, দেশের মোট ভোটারের অর্ধেক নারী এবং এই মা-বোনদের ভোটেই ১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তার দাবি, ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে নারীরাই ধানের শীষকে বিজয়ী করবেন। তিনি বলেন, খালেদা জিয়া বেঁচে থাকবেন এবং আগামী নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন; আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। এ দাবি উল্লেখ করে তিনি বলেন, “এর বাইরে কিছু হলে বাংলাদেশ থাকবে না।”
বিএনপির এই নেতা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে এবং রাষ্ট্রের অস্তিত্বও ঝুঁকির মুখে পড়ছে। এসব পরিস্থিতি মোকাবিলায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন। তার ভাষ্য, বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী ঐক্যের প্রতীক এবং তার সুস্থতা দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
বুলু আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বিএনপি প্রতিষ্ঠিত হলেও এটিকে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপ দিয়েছেন খালেদা জিয়া। নয় বছর ধরে তৃণমূলে কাজ করে তিনি বিএনপিকে দেশের বৃহৎ ও জনপ্রিয় দলে পরিণত করেছেন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা আগামী একশ বছরের জন্য মুক্তির সনদ, যা সংস্কারের ধারাবাহিক রূপরেখা হিসেবেই কাজ করবে। এ সময় তিনি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সমালোচনা করেন এবং সতর্ক করে বলেন, দেশকে রক্ষা করতে হবে তাদের হাত থেকে যারা বাংলাদেশকে আফগানিস্তান, সিরিয়া বা ইরাকের মতো অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায়।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।