বিশ্ববাজারে কমেছে প্লাটিনামের মূল্য; আবার বেড়েছে সোনার দাম
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিশ্ববাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এবং ১১ দিনের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) একদিনেই আউন্সপ্রতি প্রায় ৭২ ডলার বৃদ্ধি পায় সোনার দাম। গত এক মাসে মোট বৃদ্ধি হয়েছে ১২৮ ডলার ০৪ সেন্ট। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশের পর বাজারে ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি সুদহার কমানোর প্রত্যাশা তৈরি হওয়ায় সোনার এই নতুন উত্থান লক্ষ্য করা যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ১৬১ ডলার ১০ সেন্টে পৌঁছেছে, যা গত ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ। তবে ডিসেম্বর মাসের আগাম সরবরাহচুক্তিতে সোনার দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ১৫৯ ডলারে নেমেছে।
বাজারবিশ্লেষক কেলভিন ওয়ং বলেন, সাম্প্রতিক সময়ে ফেডের নীতি সুদহার কমানোর সম্ভাবনা দ্রুত বেড়ে যাওয়াই সোনার দাম বৃদ্ধির মূল চালিকাশক্তি। সিএমই ফেডওয়াচের হিসাব অনুযায়ী, ডিসেম্বর মাসে ফেড সুদহার কমাতে পারে, এ সম্ভাবনা বর্তমানে ৮১ শতাংশ, যা আগের সপ্তাহে ছিল মাত্র ৪০ শতাংশ। ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালারও বলেছেন, দুর্বল কর্মসংস্থানের কারণে ডিসেম্বরেই সুদহার কমানোর প্রয়োজন দেখা দিতে পারে।
যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে খুচরা বিক্রি প্রত্যাশার তুলনায় কম হারে বৃদ্ধি পেয়েছে এবং উৎপাদক মূল্যসূচক (পিপিআই) আগের মাসের মতোই ২ দশমিক ৭ শতাংশে স্থির রয়েছে। একই সময়ে ডলারের দরও এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
অন্যান্য ধাতুর দামে ওঠানামা দেখা যায়। স্পট মার্কেটে রুপার দাম ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫১ ডলার ৮৭ সেন্টে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৫৫০ ডলার ৪০ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৩৯০ ডলার ৬৬ সেন্টে নেমেছে।
এদিকে সোনার সবচেয়ে বড় ক্রেতা চীনের হংকং হয়ে নিট সোনা আমদানি অক্টোবর মাসে আগের মাসের তুলনায় প্রায় ৬৪ শতাংশ কমে গেছে। গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্যমতে, ছয় মাসে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৭৯৩ ডলার ৯৭ সেন্ট, এক বছরে ১ হাজার ৪৫৪ ডলার ৭৮ সেন্ট এবং পাঁচ বছরে ২ হাজার ৩০৮ ডলার ৬০ সেন্ট।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।