যুক্তরাষ্ট্রের নতুন ‘গোল্ড কার্ড’ ভিসা চালুর প্রস্তাব
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ধনী ব্যক্তিদের জন্য নতুন গোল্ড কার্ড ভিসা চালুর প্রস্তাব দিয়েছে। এই ভিসা পেতে আবেদনকারীর অবশ্যই বিপুল অর্থ বিনিয়োগ বা উপহার দিতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিক ও অভিবাসন সেবা (ইউএসসিআইএস) ফরম আই-১৪০জি এর খসড়া অনুমোদনের জন্য জমা দিয়েছে। অনুমোদন পেলে ১৮ ডিসেম্বর থেকে নতুন ভিসার কার্যক্রম শুরু হতে পারে।
ভিসার শর্তাবলী:
ভিসার জন্য ১০ লাখ ডলার বিনিয়োগ বা উপহার দিতে হবে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ২৬ লাখ টাকার বেশি)।
কর্পোরেট বা স্পন্সর আবেদনকারীদের জন্য ২০ লাখ ডলার দিতে হবে।
আবেদন ফি ১৫,০০০ ডলার, যা ফেরতযোগ্য নয়।
আবেদনকারীর আয়ের উৎস বৈধ হতে হবে এবং কঠোর যাচাই প্রক্রিয়া থাকতে হবে। এতে অন্তর্ভুক্ত থাকবে অপরাধ ইতিহাস, অর্থ পাচার, জাতীয় নিরাপত্তা ঝুঁকি, ব্যাংক হিসাব ও ক্রিপ্টো সম্পত্তি যাচাই।
ভিসার অনুমোদন পেলে আবেদনকারী যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের বৈধ অনুমতি পাবেন। তবে জাতীয় নিরাপত্তা বা অন্যান্য ঝুঁকি থাকলে ভিসা বাতিল হতে পারে।
আবেদন পদ্ধতি:
যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত ফি ও ডকুমেন্ট জমা দিতে হবে। স্থায়ী বসবাসের মর্যাদা গ্রহণের জন্য বিদেশে মার্কিন দূতাবাসে উপস্থিত থাকতে হবে; তবে ইতিমধ্যেই আমেরিকায় অবস্থানকারীদের জন্য কিছু ছাড়ের নিয়ম হতে পারে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।