একটি প্রচলিত ধারণা-"শুকর আকাশ দেখতে পারে না।" কিন্তু সত্যটা কী?

একটি প্রচলিত ধারণা-"শুকর আকাশ দেখতে পারে না।" কিন্তু সত্যটা কী?
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গ্রামবাংলার গল্পে, বিভিন্ন সংস্কৃতির লোককথায় এমন দাবি শোনা যায় যে শুকর মাথা উঁচু করতে পারে না, তাই আকাশ দেখতে পারে না। কিন্তু গবেষণা বলছে-এটি পুরোপুরি মিথ নয়, আবার পুরোপুরি ভুলও নয়। শুকরের শরীরের গঠন (anatomy) এমনভাবে তৈরি যে তারা আকাশ দেখতে পারে, তবে এটা তাদের জন্য খুবই কঠিন, স্বাভাবিক ভঙ্গিতে প্রায় অসম্ভব। কি কারণে?

শুকর কেন সহজে আকাশের দিকে তাকাতে পারে না! 

১) ঘাড়ের হাড়ের গঠন খুবই কঠিন ও কম নমনীয়:

মানুষ বা কুকুরের ঘাড় অনেকটা ঘোরানো যায়। কিন্তু শুকরের cervical spine (ঘাড়ের অংশ) শক্ত এবং পেছনের দিকে বাঁকানো সীমিত। ফলে তারা মাথা পুরো ওপরে তুলতে পারে না। উঁচু কোণে ঘাড় মোড়াতে পারে না। এই গঠনই তাদের উপর দিকের দৃশ্য দেখতে বাধা দেয়।
 

২) দেহের গড়ন ভারী হওয়ায় মাথা ওপরে তুলতে কষ্ট হয়!

শুকরের দেহ নিচের দিকে ভারী, আর সামনের অংশ তুলনামূলক ভারসাম্যহীন। মাথা উঁচু করতে গেলে গোটা শরীরের ভর সামলানো কঠিন হয়।
 

৩) চোখের অবস্থান সামনের দিকে নিচু কোণে!

শুকরের চোখ মুখের দুই পাশে হলেও—

তাদের দৃষ্টির কোণ (field of vision) নিচের দিকে বেশি এবং উপরের দিকে খুবই কম। এই কারণে স্বাভাবিক ভঙ্গিতে তাদের দৃষ্টি আকাশে পৌঁছায় না।
 

৪) স্বভাব ও আচরণও মাথা নিচু থাকার দিকে ঝুঁকে!

শুকর মূলত ভূমি–কেন্দ্রিক প্রাণী। খাবার খোঁজা, গন্ধ নেওয়া, মাটি খুঁচিয়ে দেখা-এসব কাজের জন্য মাথা নিচু রাখাই তাদের স্বাভাবিক আচরণ।
 

তাহলে কি শুকর একেবারেই আকাশ দেখতে পারে না?

দেখতে পারে, তবে দুই অবস্থায়ঃ

১) যদি শুকর সম্পূর্ণভাবে চিত হয়ে শোয়। তখন ঘাড়ের ওপর চাপ থাকে না, ফলে তারা আকাশ দেখতে পারে।

২) যদি মানুষ তাদের বিশেষভাবে ওপরে ওঠায় (যেমন ধরে রাখা)। তখন ঘাড় ওপরে উঠলে তারা আকাশ দেখতে পারে। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় নয়, বিশেষ পরিস্থিতিতে পারে।
 

"শুকর আকাশ দেখতে পারে না"-এ কথাটি অনেকাংশে লোকমুখে তৈরি, কিন্তু এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণও। ঘাড়ের কাঠামো, দেহের ভারসাম্য ও চোখের অবস্থান-সব মিলিয়ে শুকর আকাশ দেখা অত্যন্ত কঠিন হলেও অসম্ভব নয়। মিথটি পুরোপুরি ভুল নয়-বরং প্রাণীর শারীরিক গঠনের এক বাস্তব সীমাবদ্ধতার সহজ ব্যাখ্যা।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ