ট্রাম্পপন্থী এক্স অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে বাংলাদেশ থেকে

ট্রাম্পপন্থী এক্স অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে বাংলাদেশ থেকে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স নতুন ফিচার চালু করার পর ট্রাম্পপন্থী কিছু অ্যাকাউন্টের অবস্থান আন্তর্জাতিকভাবে নজরে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ‘আমেরিকা ফার্স্ট’ নামের এক অ্যাকাউন্ট, যার প্রায় ৬৭ হাজার ফলোয়ার, বাস্তবে বাংলাদেশ থেকে পরিচালনা করা হচ্ছে।


নতুন ফিচার অনুযায়ী ব্যবহারকারীরা অ্যাকাউন্টের দেশ বা অঞ্চলভিত্তিক অবস্থান দেখতে পারবেন। তবে ভিপিএন বা ভ্রমণের কারণে অবস্থান সবসময় সঠিক নাও দেখাতে পারে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের বিদেশি পরিচালিত অ্যাকাউন্টগুলো মার্কিন রাজনীতি ও ট্রাম্পপন্থী প্রচারকে প্রভাবিত করতে ব্যবহার হচ্ছে।

এক্সের পণ্য বিভাগের প্রধান নিকিতা বিয়ার বলেছেন, এই ফিচার বিশ্বব্যাপী কনটেন্টের সত্যতা যাচাই করার প্রথম ধাপ। এছাড়া, এসব অ্যাকাউন্ট থেকে পোস্ট ও এনগেজমেন্টের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগও থাকে।

সিএনএন জানিয়েছে, ‘মাগা নেশন’ নামের আরও একটি অ্যাকাউন্ট পূর্ব ইউরোপ থেকে পরিচালিত হচ্ছে, যেখানে ট্রাম্পপন্থী খবর, পোল ও মতামত শেয়ার করা হয়। এই ধরনের অ্যাকাউন্ট মার্কিন সমাজে প্রভাব বিস্তারে সহায়ক হিসেবে কাজ করছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিদেশি প্রভাব বিস্তারের ইতিহাস যুক্তরাষ্ট্রে বিদ্যমান, এবং অর্থনৈতিক উদ্দীপনা ও রাজনৈতিক উদ্দেশ্য দুইই এখানে ভূমিকা রাখে।

 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ