বিএএফ শাহীন কলেজে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প মহড়া অনুষ্ঠিত
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিএএফ শাহীন কলেজ ঢাকায় ২৪ নভেম্বর ২০২৫ তারিখে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে । বেসরকারি সংস্থা একশন এইড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যৌথ আয়োজনের এই মহড়া কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাস্তবমুখী সচেতনতা সৃষ্টি করে।
মহড়ায় বিশেষজ্ঞরা হঠাৎ আগুন লাগলে তা নেভানোর কৌশল, অগ্নিকাণ্ডের সময় দ্রুত ফায়ার সার্ভিসে যোগাযোগের নিয়ম এবং আগুনের উৎস শনাক্ত করে তা নিয়ন্ত্রণের পদ্ধতি হাতে-কলমে দেখান। একই সঙ্গে ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি, ভূমিকম্পের সময় শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয় গ্রহণের প্রক্রিয়া এবং বহুতল ভবন থেকে আতঙ্ক ছাড়াই নিচে নামার ধাপসমূহ প্রদর্শন করা হয়।
প্রশিক্ষকরা দুর্ঘটনায় আহতদের উদ্ধারের উপায়, প্রাথমিক চিকিৎসা প্রদানের ধাপ এবং প্রয়োজন হলে দ্রুত হাসপাতালে স্থানান্তরের নির্দেশনা শিক্ষার্থীদের সামনে সরাসরি প্রদর্শন করেন। মহড়ায় শতাধিক শিক্ষার্থী অংশ নিয়ে বাস্তব পরিস্থিতিতে করণীয় বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন বা দৈনন্দিন কার্যক্রমের সময় দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় কীভাবে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়, সে বিষয়েও বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
মহড়া পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ ঢাকা পরিচালনা পর্ষদের সভাপতি ও বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাইদুর রহমান (বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি)। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক, একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শাহীন কলেজ ঢাকা ও সেমস্–এর অধ্যক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজক প্রতিষ্ঠানসমূহ আশা প্রকাশ করেন, এ ধরনের মহড়া শিক্ষার্থীদের দুর্যোগ প্রস্তুতিকে আরও কার্যকর করবে এবং নিরাপত্তা সংস্কৃতিকে শক্তিশালী করবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।