ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ভোলার রাজাপুরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুই মাদক কারবারি আটক হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) মধ্যরাত ৩টার সময় রাজাপুর শান্তির হাট বাজার ও দক্ষিণ চরনোয়াবাদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভোলার কোস্ট গার্ড বেইজ।
অভিযানের সময় সন্দেহজনক দুই ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৬৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১৯ হাজার ৫০০ টাকা। আটককৃত মাদক কারবারি এবং জব্দকৃত গাঁজাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান। কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে ভবিষ্যতেও তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আপনার প্রতিক্রিয়া জানান
❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।